জয় গোস্বামী

স্নান করে উঠে কতক্ষণ

স্নান করে উঠে কতক্ষণ – জয় গোস্বামী স্নান করে উঠে কতক্ষণঘাটে বসে আছে এক উন্মাদ মহিলা মন্দিরের পিছনে পুরনোবটগাছ। ঝুরি।ফাটধরা রোয়াকে কুকুর। অনেক বছর আগে রথের বিকেলেনৌকো থেকে ঝাঁপ দিয়ে আর ওঠেনি যে-দস্যি ছেলেটাএতক্ষণে, জল থেকেসে ওঠে, দৌড় মারে, ঝুরি ধরে খুব দোল খায়সারা গা শ্যাওলায় ভরা, একটা চোখ মাছে খেয়ে গেছে কেউ তাকে দেখতে পায় না, মন্দিরের […]

স্নান করে উঠে কতক্ষণ Read More »

স্বপ্নে মরা ময়ূর

স্বপ্নে মরা ময়ূর – জয় গোস্বামী স্বপ্নে মরা ময়ূর, তারগায়ে চাঁদের আলো কার্নিশের ফণীমনসাছাদের কোণে ঘর কাঁটায় বেঁধা কতকালেরশুকোনো সব পাখি ওদের গলায় ফিসফিসোয়বাতাস, ডাক, স্বর মরা ময়ূর দাঁড়িয়ে–গায়েফুটফুট জোনাকি শিকল গেঁথে ঝোলানো চাঁদ,পেণ্ডুলাম, কালো হেলানো গাছ, গলতে থাকাইটকাঠের বাড়ি স্বপ্নে মরা ময়ূর, তারস্পষ্ট চোখ, খোলা

স্বপ্নে মরা ময়ূর Read More »

হিংসার উপরে কালো ঘাস

হিংসার উপরে কালো ঘাস – জয় গোস্বামী হিংসার উপরে কালো ঘাসনীচে হাড়, মাটি জমা খুলি কারোর জানার কথা নয় মালসার মতো গোল পৃথিবী মুখের কাছে ধ’রেভেতরের হাড় মাটি কয়লা তেল লোহাফেলে দিয়ে, ফাঁকা ওই করোটিতে আমি রাত্রিভোরসশব্দ খাঁকারে রক্ত, দমকে দমকে রক্ত, ফেলি তলায় আকাশ বয়ে যায়

হিংসার উপরে কালো ঘাস Read More »

হৃদপিণ্ড–এক ঢিবি মাটি

হৃদপিণ্ড–এক ঢিবি মাটি – জয় গোস্বামী হৃদপিণ্ড–এক ঢিবি মাটিতার উপরে আছে খেলবারহাড়। পাশা। হাড়। হৃদপিণ্ড, মাটি এক ঢিবিতার উপরে শাবল কোদাল চালাবারঅধিকার, নিবি? চাবড়ায় চাবড়ায় উঠে আসামাটি মাংস মাটি মাংস মাটি–পাশা। হাড়। পাশা। দূরে ক্ষতবিক্ষত পৃথিবীজলে ভেসে রয়েছে এখনো–তাকে একমুঠো, একমাটি হৃদপিণ্ড, দিবি?

হৃদপিণ্ড–এক ঢিবি মাটি Read More »

হে অশ্ব, তোমার মুণ্ড

সূর্য পোড়া ছাই – জয় গোস্বামী হে অশ্ব, তোমার মুণ্ডটেবিলে স্থাপিত। রাত্রিবেলাহাঁ করা মুখ থেকেধোঁয়া ঝরে আর সে-ধোঁয়ার মধ্যে চতুষ্পদ কবন্ধ তোমারসারারাট ছুটোছুটি করে!

হে অশ্ব, তোমার মুণ্ড Read More »

Verified by MonsterInsights