বসন্ত-বাণী
বসন্ত-বাণী -অরুণ মিত্র বসন্তে আহ্বান এল : অস্ত্রে অস্ত্রে প্রতিরোধ করো, তড়িতে আঘাত তীক্ষ্ন অব্যর্থ সন্ধানে হানো দেখি। শীতের তুষার ক্ষয়ে রক্তের প্লাবন খরতর; আকাশের শ্যেন দৃষ্টি, জলস্হল ক্ষুরধার যেন। বসন্ত-বিহ্বল লোভ ঘিরে নিল ঘরে ও বাহিরে সর্ব অঙ্গ । অনিবার্য আমন্ত্রণ সকলের কাছে; প্রবেশের দ্বার খোলা নিষ্প্রদীপে সশস্ত্র শিবিরে। শৃঙ্খলার সমারোহে স্তরে স্তরে সংঘাতের […]