অধঃপতন সঙ্গীত
অধঃপতন সঙ্গীত – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১ বাগানে যাবি রে ভাই? চল সবে মিলে যাই,যথা হর্ম্ম্য সুশোভন, সরোবরতীরে।যথা ফুটে পাঁতি পাঁতি, গোলাব মল্লিকা জাতি,বিগ্নোনিয়া লতা দোলে মৃদুল সমীরে ||নারিকেল বৃক্ষরাজি, চাঁদের কিরণে সাজি,নাচিছে দোলায় মাথা ঠমকে ঠমকে।চন্দ্রকরলেখা তাহে, বিজলি চমকে || ২ চল যথা কুঞ্জবনে, নাচিবে নাগরী […]