Leave a Comment / কবিতা, হুমায়ুন আজাদ / By কবি -মাইকেল মধুসূদন দত্ত কে কবি— কবে কে মোরে? ঘটকালি করি,শবদে শবদে বিয়া দেয় যেই জন,সেই কি সে যম‐দমী? তার শিরোপরিশোভে কি অক্ষয় শোভা যশের রতন?সেই কবি মোর মতে, কল্পনা সুন্দরীযার মনঃ‐কমলেতে পাতেন আসন,অস্তগামি‐ভানু‐প্রভা‐সদৃশ বিতরিভাবের সংসারে তার সুবর্ণ‐কিরণ।আনন্দ, আক্ষেপ ক্রোধ, যার আজ্ঞা মানেঅরণ্যে কুসুম ফোটে যার ইচ্ছা‐বলে;নন্দন‐কানন হতে যে সুজন আনেপারিজাত কুসুমের রম্য পরিমলে;মরুভূমে— তুষ্ট হয়ে যাহার ধেয়ানেবহে জলবতী নদী মৃদু কলকলে! Share this: আরো পড়ুনঃ