রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর কবিতা চলে যাওয়া মানে প্রস্থান নয় আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে বাতাসে লাশের গন্ধ তুমি বরং কুকুর পোষো আফিম তবুও ভালো, ধর্ম সে তো ভালবাসার সময় তো নেই মানুষের মানচিত্র-১ মনে পড়ে সুদূরের মাস্তুল দূরে আছো দূরে গুচ্ছ কবিতা খতিয়ান কনসেন্ট্রেশন ক্যাম্প কথা ছিলো সুবিনয় এক গ্লাস অন্ধকার হাতে এ কেমন ভ্রান্তি আমার উল্টো ঘুড়ি ইশতেহার অবেলায় শঙ্খধ্বনি অভিমানের খেয়া