ছায়ার জন্য
ছায়ার জন্য -সুনীল গঙ্গোপাধ্যায় গাছের ছায়ায় বসে বহুদিন, কাটিয়েছিকোনোদিন ধন্যবাদ দিইনি বৃক্ষকেএখন একটা কোনো প্রতিনিধি বৃক্ষ চাইযাঁর কাছে সব কৃতজ্ঞতাসমীপেষু করা যায়।ভেবেছি অরণ্যে যাব-সমগ্র সমাজ থেকে প্রতিভূ বৃক্ষকে খুঁজে নিতেসেখানে সমস্তক্ষণ ছায়াসেখানে ছায়ার জন্য কৃতজ্ঞতা নেইসেখানে রক্তিম আলো নির্জনতা ভেদ করে খুঁজে নেয় পথমুহূর্তে আড়াল থেকে ছুঠে আসে কপিশ হিংস্রতাগাঢ় অন্ধকার হলে আমি অসতর্ক অসহায়জানু […]