ছেঁড়া পাতা

কবিতার পাতায় হৃদয়ের শব্দ

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

বাতাসে লাশের গন্ধ

বাতাসে লাশের গন্ধ -রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ আজো আমি বাতাসে লাশের গন্ধ পাইআজো আমি মাটিতে মৃত্যূর নগ্ননৃত্য দেখি,ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজো আমি তন্দ্রার ভেতরে…এ দেশ কি ভুলে গেছে সেই দু:স্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময় ?বাতাসে লাশের গন্ধ ভাসেমাটিতে লেগে আছে রক্তের দাগ।এই রক্তমাখা মটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিলো।জীর্ণ জীবনের পুঁজে তারা খুঁজে নেয় […]

বাতাসে লাশের গন্ধ Read More »

অভিমানের খেয়া

অভিমানের খেয়া -রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ এতোদিন কিছু একা থেকে শুধু খেলেছি একাই,পরাজিত প্রেম তনুর তিমিরে হেনেছে আঘাতপারিজাতহীন কঠিন পাথরে। প্রাপ্য পাইনি করাল দুপুরে,নির্মম ক্লেদে মাথা রেখে রাত কেটেছে প্রহর বেলা__এই খেলা আর কতোকাল আর কতোটা জীবন!কিছুটাতো চাই__হোক ভুল, হোক মিথ্যে প্রবোধ,আভিলাষী মন চন্দ্রে না-পাক জোস্নায় পাক সামান্য ঠাঁই,কিছুটাতো চাই, কিছুটাতো চাই। আরো কিছুদিন, আরো কিছুদিন__আর কতোদিন?ভাষাহীন তরু

অভিমানের খেয়া Read More »

তুমি বরং কুকুর পোষো

তুমি বরং কুকুর পোষো -রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ তুমি বরং কুকুর পোষো,প্রভুভক্ত খুনসুটিতে কাটবে তোমার নিবিড় সময়,তোর জন্য বিড়ালই ঠিক,বরং তুমি বিড়ালই পোষোখাঁটি জিনিস চিনতে তোমার ভুল হয়ে যায়খুঁজে এবার পেয়েছ ঠিক দিক ঠিকানা লক্ষী সোনা, এখন তুমি বিড়াল এবং কুকুর পোষোশুকরগুলো তোমার সাথে খাপ খেয়ে যায়,কাদা ঘাটায় দক্ষতা বেশ সমান সমান।ঘাটাঘাটির ঘনঘটায় তোমাকে খুব তৃপ্ত দেখি,তুমি

তুমি বরং কুকুর পোষো Read More »

অবেলায় শঙ্খধ্বনি

অবেলায় শঙ্খধ্বনি -রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ অতোটা হৃদয় প্রয়োজন নেই,কিছুটা শরীর কিছুটা মাংস মাধবীও চাই।এতোটা গ্রহণ এতো প্রশংসা প্রয়োজন নেইকিছুটা আঘাত অবহেলা চাই প্রত্যাখান।সাহস আমাকে প্ররোচনা দেয়জীবন কিছুটা যাতনা শেখায়,ক্ষুধা ও খরার এই অবেলায়অতোটা ফুলের প্রয়োজন নেই। বুকে ঘৃণা নিয়ে নীলিমার কথাঅনাহারে ভোগা মানুষের ব্যথাপ্রয়োজন নেই, প্রয়োজন নেই-করুণাকাতর বিনীত বাহুরা ফিরে যাও ঘরে। নষ্ট যুবক ভ্রষ্ট আঁধারে কাঁদো

অবেলায় শঙ্খধ্বনি Read More »

আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে

আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে -রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে ,আছো তুমি হৃদয় জুড়ে। ঢেকে রাখে যেমন কুসুম, পাপড়ির আবডালে ফসলের ঘুম।তেমনি তোমার নিবিঢ় চলা, মরমের মূল পথ ধরে। পুষে রাখে যেমন কুসুম, খোলসের আবরণে মুক্তোর ঘুম।তেমনি তোমার গভীর ছোঁয়া, ভিতরের নীল বন্দরে। ভাল আছি ভাল থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো।দিয়ো তোমার মালাখানি, বাউলের এই

আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে Read More »

ইশতেহার

ইশতেহার -রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ পৃথিবীতে মানুষ তখনও ব্যক্তিস্বার্থে ভাগ হয়ে যায়নি ।ভুমির কোনো মালিকানা হয়নি তখনো ।তখনো মানুষ শুধু পৃথিবীর সন্তান । অরন্য আর মরুভূমিরসমুদ্র আর পাহাড়ের ভাষা তখন আমরা জানি ।আমরা ভূমিকে কর্ষন করে শস্য জন্মাতে শিখেছি ।আমরা বিশল্যকরনীর চিকিৎসা জানিআমরা শীত আর উত্তাপে সহনশীলত্বক তৈরি করেছি আমাদের শরীরের ।আমরা তখন সোমরস, নৃত্য আরশরীরের পবিত্র

ইশতেহার Read More »

উল্টো ঘুড়ি

উল্টো ঘুড়ি -রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ এতো সহজেই ভালোবেসে ফেলি কেন!বুঝি না আমার রক্তে কি আছে নেশা- দেবদারু-চুলে উদাসী বাতাস মেখেস্বপ্নের চোখে অনিদ্রা লিখি আমি,কোন বেদনার বেনোজলে ভাসি সারাটি স্নিগ্ধ রাত? সহজেই আমি ভালোবেসে ফেলি, সহজে ভুলিনা কিছু-না-বলা কথায় তন্ত্রে তনুতে পুড়ি,যেন লাল ঘুড়ি একটু বাতাস পেয়েউড়াই নিজেকে আকাশের পাশাপাশি। সহজে যদিও ভালোবেসে ফেলিসহজে থাকি না কাছে,পাছে বাঁধা পড়ে

উল্টো ঘুড়ি Read More »

এ কেমন ভ্রান্তি আমার

এ কেমন ভ্রান্তি আমার -রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ এ কেমন ভ্রান্তি আমার !এলে মনে হয় দূরে স’রে আছো, বহুদূরে,দূরত্বের পরিধি ক্রমশ বেড়ে যাচ্ছে আকাশ।এলে মনে হয় অন্যরকম জল হাওয়া, প্রকৃতি,অন্য ভূগোল, বিষুবরেখারা সব অন্য অর্থবহ-তুমি এলে মনে হয় আকাশে জলের ঘ্রান। হাত রাখলেই মনে হয় স্পর্শহীন করতল রেখেছো চুলে,স্নেহ- পলাতক দারুন রুক্ষ আঙুল।তাকালেই মনে হয় বিপরীত চোখে

এ কেমন ভ্রান্তি আমার Read More »

এক গ্লাস অন্ধকার হাতে

এক গ্লাস অন্ধকার হাতে -রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ এক গ্লাস অন্ধকার হাতে নিয়ে বসে আছি।শুন্যতার দিকে চোখ, শুন্যতা চোখের ভেতরও–এক গ্লাস অন্ধকার হাতে নিয়ে বসে আছি।বিলুপ্ত বনস্পতির ছায়া, বিলুপ্ত হরিণ।মৌসুমী পাখির ঝাঁক পালকের অন্তরালেতুষারের গহন সৌরভ ব’য়ে আর আনে না এখন। দৃশ্যমান প্রযুক্তির জটাজুটে অবরুদ্ব কাল,পূর্ণিমার চাঁদ থেকে ঝ’রে পড়ে সোনালী অসুখ।ডাক শুনে পেছনে তাকাই– কেউ নেই।এক

এক গ্লাস অন্ধকার হাতে Read More »

কথা ছিলো সুবিনয়

কথা ছিলো সুবিনয় -রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ কথা ছিলো রক্ত-প্লাবনের পর মুক্ত হবে শস্যক্ষেত,রাখালেরা পুনর্বার বাশিঁতে আঙুল রেখেরাখালিয়া বাজাবে বিশদ।কথা ছিলো বৃক্ষের সমাজে কেউ কাঠের বিপনি খুলে বোসবে না,চিত্রর তরুন হরিনেরা সহসাই হয়ে উঠবে নারপ্তানিযোগ্য চামড়ার প্যাকেট। কথা ছিলো , শিশু হবে পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পদের নাম।নদীর চুলের রেখা ধ‌‌রে হেঁটে হেঁটে যাবে এক মগ্ন ভগীরথ,কথা ছিলো, কথা

কথা ছিলো সুবিনয় Read More »

Verified by MonsterInsights