আমাকে তুমি
আমাকে তুমি -জীবনানন্দ দাশ আমাকেতুমি দেখিয়েছিলে একদিন :মস্ত বড় ময়দান — দেবদারু পামের নিবিড় মাথা — মাইলের পর মাইল;দুপুরবেলার জনবিরল গভীর বাতাসদূর শূন্যে চিলের পাটকিলে ডানার ভিতর অস্পষ্ট হয়ে হারিয়ে যায়;জোয়ারের মতো ফিরে আসে আবার;জানালায় জানালায় অনেক ক্ষণ ধরে কথা বলে:পৃথিবীকে মায়াবী নদীর পারের দেশ বলে মনে হয়।তারপরদূরেঅনেক দূরেখররৌদ্রে পা ছড়িয়ে বর্ষীয়সী রূপসীর মাতা ধান […]