জীবনানন্দ দাশ

ওগো দরদিয়া

ওগো দরদিয়া -জীবনানন্দ দাশ  -ওগো দরদিয়া,তোমারে ভুলিবে সবে,- যাবে সবে তোমারে ত্যজিয়া;         ধরণীর পসরায় তোমারে পাবে না কেহ দিনান্তেও খুঁজে,কে জানে রহিবে কোথা নিশিভোরে নেশাখোর আঁখি তব বুজে!-হয়তো সিন্ধুর পারে শ্বেতশঙ্খ ঝিনুকের পাশেতোমার কঙ্কালখানা শুয়ে রবে নিদ্রাহারা উর্মির নিশ্বাসে!চেয়ে রবে নিষ্পলক অতি দূরে লহরীর পানে,           গীতিহারা প্রাণ তব …

ওগো দরদিয়া Read More »

সারাটি রাত্রি তারাটির সাথে তারাটিরই কথা হয়

সারাটি রাত্রি তারাটির সাথে তারাটিরই কথা হয় -জীবনানন্দ দাশ  চোখ দুটো ঘুমে ভরেঝরা ফসলের গান বুকে নিয়ে আজ ফিরে যাই ঘরে!ফুরায়ে গিয়েছে যা ছিল গোপন,- স্বপন ক’দিন রয়!এসেছে গোধূলি গোলাপিবরণ,-এ তবু গোধূলি নয়!সারাটি রাত্রি তারাটির সাথে তারাটিরই কথা হয়,আমাদের মুখ সারাটি রাত্রি মাটির বুকের’পরে!          কেটেছে যে নিশি ঢের,-এতদিন তবু অন্ধকারের পাইনি তো …

সারাটি রাত্রি তারাটির সাথে তারাটিরই কথা হয় Read More »

কুড়ি বছর পরে

কুড়ি বছর পরে -জীবনানন্দ দাশ আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি!আবার বছর কুড়ি পরে-হয়তো ধানের ছড়ার পাশেকার্তিকের মাসে-তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে-তখন হলুদ নদীনরম নরম হয় শর কাশ হোগলায়-মাঠের ভিতরে! অথবা নাইকো ধান ক্ষেতে আর,ব্যস্ততা নাইকো আর,হাঁসের নীড়ের থেকে খড়পাখির নীড়ের থেকে খড়ছড়াতেছে; মনিয়ার ঘরে রাত, শীত আর শিশিরের জল! জীবন গিয়েছে চলে আমাদের …

কুড়ি বছর পরে Read More »

হাওয়ার রাত

হাওয়ার রাত -জীবনানন্দ দাশ গভীর হাওয়ার রাত ছিল কাল-অসংখ্য নক্ষত্রের রাত ;সারা রাত বির্স্তীর্ণ হাওয়া আমার মশারিতে খেলেছে;মশারিটা ফুলে উঠেছে কখনো মৌসুমী সমুদ্রের পেটের মতো,কখনো বিছানা ছিঁড়েনক্ষত্রের দিকে উড়ে যেতে চেয়েছে,এক-একবার মনে হচ্ছিল আমার-আধো ঘুমের ভিতর হয়তো-                        মাথার উপরে মশারি নেই আমারস্বাতী তারার কোল …

হাওয়ার রাত Read More »

আমি যদি হতাম

আমি যদি হতাম -জীবনানন্দ দাশ আমি যদি হতাম বনহংস,বনহংসী হতে যদি তুমি;কোনো এক দিগন্তের জলসিঁড়ি নদীর ধারেধানক্ষেতের কাছেছিপছিপে শরের ভিতরএক নিরালা নীড়ে; তাহলে আজ এই ফাল্পুনের রাতেঝাউয়ের শাখার পেছনে চাঁদ উঠতে দেখেআমরা নিম্নভূমির জলের গন্ধ ছেড়েআকাশের রুপালি শস্যের ভিতর গা ভাসিয়ে দিতাম-তোমার পাখনায় আমার পালক, আমার পাখনায় তোমার রক্তের স্পন্দন-নীল আকাশে খইক্ষেতের সোনালি ফুলের মতো অজস্র …

আমি যদি হতাম Read More »

ঘাস

ঘাস -জীবনানন্দ দাশ কচি লেবুপাতার মতো নরম সবুজ আলোয়                পৃথিবী ভরে গিয়েছে এই ভোরের বেলা;কাঁচা বাতাবির মতো সবুজ ঘাস- তেমনি সুঘ্রাণ –                       হরিনেরা দাঁত দিয়ে ছিঁড়ে নিচ্ছে !আমারো ইচ্ছা করে এই ঘাসের এই ঘ্রাণ হরিৎ মদের মতো     …

ঘাস Read More »

হায় চিল

হায় চিল -জীবনানন্দ দাশ হায় চিল, সোনালী ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিঁড়ি নদীটির পাশে!তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে!পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে যে চলে গেছে রূপ নিয়ে দূরে;আবার তাহারে কেন ডেকে আনো? কে হায় হৃদয় খুঁড়েবেদনা জাগাতে ভালোবাসে!হায় চিল, সোনালী ডানার চিল, …

হায় চিল Read More »

বুনো হাঁস

বুনো হাঁস -জীবনানন্দ দাশ পেঁচার ধূসর পাখা উড়ে যায় নক্ষত্রের পানে-জলা মাঠ ছেড়ে দিয়ে চাঁদের আহবানে বুনো হাঁস পাখা মেলে- শাঁই শাঁই শব্দ শুনি তার;এক-দুই-তিন- চার-অজস্র-অপার-রাত্রির কিনার দিয়ে তাহাদের ক্ষিপ্র ডানা ঝাড়াএঞ্জিনের মতো শব্দে; ছুটিতেছে-ছুটিতেছে তারা। তারপর পড়ে থাকে, নক্ষত্রের বিশাল আকাশ,হাঁসের গায়ের ঘ্রাণ-দু-একটা কল্পনার হাঁস; মনে পড়ে কবেকার পাড়াগাঁর অরুণিমা স্যানালের মুখ;উড়ুক উড়ুক তারা পউষের জ্যোৎস্নায় নীরবে …

বুনো হাঁস Read More »

শঙ্খমালা

শঙ্খমালা -জীবনানন্দ দাশ কান্তারের পথ ছেড়ে সন্ধ্যার আঁধারেসে কে এক নারী এসে ডাকিল আমারে,বলিল, তোমারে চাই:বেতের ফলের মতো নীলাভ ব্যথিত তোমার দুই চোখখুঁজেছি নক্ষত্রে আমি- কুয়াশার পাখনায়- সন্ধ্যার নদীর জলে নামে যে আলোকজোনাকির দেহ হতে-খুজেছি তোমারে সেইখানে-ধূসর পেচার মতো ডানা মেলে অঘ্রাণের অন্ধকারেধানসিড়ি বেয়ে-বেয়েসোনার সিঁড়ির মতো ধানে আর ধানেতোমারে খুঁজছি আমি নির্জন পেঁচার মতো প্রাণে। দেখিলাম দেহ …

শঙ্খমালা Read More »

নগ্ন নির্জন হাত

নগ্ন নির্জন হাত -জীবনানন্দ দাশ আবার আকাশে অন্ধকার ঘন হয়ে উঠেছে:আলোর রহস্যময়ী সহোদরার মতো এই অন্ধকার। যে আমাকে চিরদিন ভালোবেসেছেঅথচ যার মুখ আমি কোনাদিন দেখিনি,সেই নারীর মতোফাল্গুন আকাশে অন্ধকার নিবিড় হয়ে উঠেছে। মনে হয় কোনো বিলুপ্ত নগরীর কথাসেই নগরীর এক ধুসর প্রাসাদের রূপ জাগে হৃদয়ে। ভারতসমুদ্রের তীরেকিংবা ভূমধ্যসাগরের কিনারেঅথবা টায়ার সিন্ধুর পারেআজ নেই, কোনা এক নগরী ছিল একদিন,কোন …

নগ্ন নির্জন হাত Read More »

Verified by MonsterInsights