ডাটা সংবাদ
ডাটা সংবাদ -সুকুমার বড়ুয়া পুঁইয়ের ডাঁটা লাউয়ের ডাঁটা বায়োডাটার ঝোল, ডাটা প্রসেস করতে হলে কম্পিউটার খোল। ডাঁটার পাগল বুড়োবুড়ি ক্যালসিয়ামে ভরা, শজনেডাঁটায় গুণ বেশি তাই বাজার ভীষণ চড়া। উচ্চতর ডিগ্রি নিতে ডাটাই পরম ধন, সারা বছর খেটে করেন ডাটা কালেকশন। ডালের সাথে মাছের সাথে যেমন ডাঁটা চলে, গবেষকের ডাটা আবার অন্য কথা বলে।