উর্বশী
উর্বশী -সমর সেন তুমি কি আসবে আমাদের মধ্যবিত্ত রক্তে দিগন্তে দুরন্ত মেঘের মতো! কিম্বা আমাদের ম্লান জীবনে তুমি কি আসবে, হে ক্লান্ত উর্বশী, চিত্তরঞ্জন সেবাসদনে যেমন বিষণ্ণমুখে উর্বর মেয়েরা আসে : কত অতৃপ্ত রাত্রির ক্ষুধিত ক্লান্তি, কত দীর্ঘশ্বাস, কত সবুজ সকাল তিক্ত রত্রির মতো, আরো কত দিন!