ইলশে গুঁড়ি
ইলশে গুঁড়ি – সত্যেন্দ্রনাথ দত্ত ইলশে গুঁড়ি! ইলশে গুঁড়ি ইলিশ মাছের ডিম| ইলশে গুঁড়ি ইলশে গুঁড়ি দিনের বেলায় হিম| কেয়াফুলে ঘুণ লেগেছে, পড়তে পরাগ মিলিয়ে গেছে, মেঘের সীমায় রোদ হেসেছে আলতা-পাটি শিম্| ইলশে গুঁড়ি হিমের কুঁড়ি, রোদ্দুরে রিম্ ঝিম্| হালকা হাওয়ায় মেঘের ছাওয়ায় ইলশে গুঁড়ির নাচ, – ইলশে গুঁড়ির নাচন্ দেখে নাচছে ইলিশ […]