প্রিয়া
প্রিয়া -বন্দে আলী মিয়া তোমারে পাই জ্যোত্স্না রাতের অলস ঘুমের মাঝে আমার বাঁশী তোমার হাতে গভীর সুরে বাজে। নিখিল ব্যাপি চাহিয়া থাকে কাজল তব আঁখি নিজেরে খুঁজি হারাইয়া দিশা মনেরে হানি ফাঁকি; ঊষসী তব সিঁদুর পরে বলাকা সারি মালিকা গড়ে তোমারে যাই ধরিতে চাই— অমনি পাই না যে। তোমারে পাই শরৎ প্রাতে শিশির-ছেঁচা ফুলে নৃত্য […]