সরোদ বাজাতে জানলে
সরোদ বাজাতে জানলে – পূর্ণেন্দু পত্রী আমার এমন কিছু দুঃখ আছে যার নাম তিলক কামোদএমন কিছু স্মৃতি যা সিন্ধুভৈরবীজয়জয়ন্তীর মতো বহু ক্ষত রয়ে গেছে ভিতর দেয়ালেকিছু কিচু অভিমানইমনকল্যাণ।সরোদ বাজাতে জানলে বড় ভালো হতো।পুরুষ কিভাবে কাঁদে সেই শুধু জানে। কার্পেটে সাজানো প্রিয় অন্তঃপুরে ঢুকে গেছে জল।মুহুর্মুহু নৌকাডুবি, ভেসে যায় বিরুদ্ধ নোঙর।পৃথিবীর যাবতীয় প্রেমিকের সপ্তডিঙা ডুবেছে যেখানেসেখানে নারীর […]