এগারোই সেপ্টেম্বর
এগারোই সেপ্টেম্বর – তসলিমা নাসরিন উঁচু দুটো বাড়ির পতন মানে উঁচু কিছুর পতনঅহঙ্কারের পতনমহাশক্তির পরাশক্তির অহঙ্কারের পতনতিমির গায়ে খলসে মাছের কামড় লাগলে তিমির বুঝি মান যায় না!সাকুল্যে তিন হাজার মানুষের কথা বলছো!মৃত্যুর কথা বলছো।হাউ মাউ করে কাঁদছো যে!মানুষের জন্য কাঁদছো?এ তো দেখছি সত্যিই মাছের মায়ের কান্না গো! এত শোক কেন!এত কেন হাহাকার!সাগর বানিয়ে দিচ্ছ চোখের […]