কবলিত মানচিত্রে
কবলিত মানচিত্রে -আবিদ আনোয়ার আমারও মগজে ব’সে কদাকার চঞ্চু ঠোকে শতকের চিল তবু কোনো অন্তর্গত বাঁচার আবেগে আমি ঠিক সেরে উঠি দুর্ঘটনা-কবলিত পেশীর নিয়মে– সেরে গেছে প্রমিথিউস, বৃক্ষের বাড়ন্ত কোষ দিনে-দিনে ঢেকে ফেলে তাবৎ খোড়ল। যে-নারী যুদ্ধের কাছে তার প্রিয় পুরুষ হারালো সেও ঠিক ফিরে গেছে অন্য কোনো নায়কের ঘরে; জীবনের গতিধারা রূখতে পারে না […]