অভিশাপ দিচ্ছি
অভিশাপ দিচ্ছি -শামসুর রাহমান আজ এখানে দাড়িয়ে এই রক্ত গোধূলিতেঅভিশাপ দিচ্ছি।আমাদের বুকের ভেতর যারা ভয়ানক কৃষ্ঞপক্ষদিয়েছিলো সেঁটে,মগজের কোষে কোষে যারাপুতেছিলো আমাদেরই আপনজনের লাশদগ্ধ, রক্তাপ্লুত,যারা গনহত্যাকরেছে শহরে গ্রামে টিলায় নদীতে ক্ষেত ও খামারেআমি অভিশাপ দিচ্ছি নেকড়ের চেয়েও অধিকপশু সেই সব পশুদের।ফায়ারিং স্কোয়াডে ওদেরসারিবদ্ধ দাঁড়করিয়ে নিমিষে ঝা ঝা বুলেটের বৃষ্টিঝরালেই সব চুকে বুকে যাবে তা আমি মানি […]