পরিশিষ্ট
পরিশিষ্ট – সুকান্ত ভট্টাচার্য অনেক উল্কার স্রোত বয়েছিল হঠাৎ প্রত্যুষে.বিনিদ্র তারার বে পল্লবিত মেঘছুঁয়েছিল রশ্মিটুকু প্রথম আবেগে।অকস্মাৎ কম্পমান অশরীরী দিন,রক্তের বাসরঘরে বিবর্ণ মৃত্যুর বীজছড়াল আসন্ন রাজপথে।তবু স্বপ্ন নয়ঃগোদূলীর প্রত্যহ ছায়ায়গোপন স্বার সৃষ্টি কচ্যুত গ্রহ-উপবনেঃদিগন্তের নিশ্চল আভাস।ভস্মীভূত শ্মশানক্রন্দনে,রক্তিম আকাশচিহ্ন সবেগে প্রস্থান করেযূথ ব্যঞ্জনায়। নিষিদ্ধ কল্পনাগুলি বন্ধ্যা তবুঅলক্ষ্যে প্রসব করে অব্যক্ত যন্ত্রণা,প্রথম যৌবন তার রক্তময় রিক্ত জয়টীকাস্তম্ভিত জীবন […]