ছেঁড়া পাতা

কবিতার পাতায় হৃদয়ের শব্দ

কিছু মায়া রয়ে গেলো

কিছু মায়া রয়ে গেলো – শক্তি চট্টোপাধ্যায় সকল প্রতাপ হল প্রায় অবসিত… জ্বালাহীন হৃদয়ের একান্ত নিভৃতেকিছু মায়া রয়ে গেলো দিনান্তের,শুধু এই –কোনোভাবে বেঁচে থেকে প্রণাম জানানোপৃথিবীকে।মূঢ়তার অপনোদনের শান্তি,শুধু এই – ঘৃনা নেই, নেই তঞ্চকতা,জীবনজাপনে আজ যতো ক্লান্তি থাক,বেঁচে থাকা শ্লাঘনীয় তবু।

কিছু মায়া রয়ে গেলো Read More »

চাবি

চাবি -শক্তি চট্টোপাধ্যায় আমার কাছে এখনো পড়ে আছেতোমার প্রিয় হারিয়ে যাওয়া চাবিকেমন করে তোরংগ আজ খোলো? থুতনিপরে তিল তো তোমার আছেএখন? ও মন নতুন দেশে যাবি?চিঠি তোমায় হঠাত্‍ লিখতে হলো । চাবি তোমার পরম যত্নে কাছেরেখেছিলাম, আজই সময় হলো -লিখিও, উহা ফিরত্‍ চাহো কিনা? অবান্তর স্মৃতির ভিতর আছেতোমার মুখ অশ্রু-ঝলোমলোলিখিও, উহা ফিরত্‍ চাহো কি না?

চাবি Read More »

দিন যায়

দিন যায় – শক্তি চট্টোপাধ্যায় সুখের বারান্দা জুড়ে রোদ পড়ে আছেশীতের বারান্দা জুড়ে রোদ পড়ে আছেঅর্ধেক কপাল জুড়ে রোদ পড়ে আছেশুধু ঝড় থমকে আছে গাছের মাথায়আকাশমনির । ঝড় মানে ঝোড়ো হাওয়া, বাদ্ লা হাওয়া নয়ক্রন্দনরঙের মত নয় ফুলগুলিচন্দ্রমল্লিকার । জয়দেবের মেলা থেকে গান ভেসে আসেসঙ্গে ওড়ে ধুলোবালি, পায়ের নূপুরসুখের চট্ কা ভাঙে গৈরিক আবাসেদিন যায় রে বিষাদে,

দিন যায় Read More »

পাবো প্রেম কান পেতে রেখে

পাবো প্রেম কান পেতে রেখে – শক্তি চট্টোপাধ্যায় বড় দীর্ঘতম বৃক্ষে ব’সে আছো, দেবতা আমার ।শিকড়ে, বিহ্বল প্রান্তে, কান পেতে আছি নিশিদিনসম্ভ্রমের মূল কোথা এ-মাটির নিথর বিস্তারে ;সেইখানে শুয়ে আছি মনে পড়ে, তার মনে পড়ে ? যেখানে শুইয়ে গেলে ধীরে-ধীরে কত দূরে আজ !স্মারক বাগানখনি গাছ হ’য়ে আমার ভিতরেশুধু স্বপ্ন দীর্ঘকায়, তার ফুল-পাতা-ফল-শাখাতোমাদের খোঁড়া-বাসা শূন্য ক’রে

পাবো প্রেম কান পেতে রেখে Read More »

মনে মনে বহুদূর চলে গেছি

মনে মনে বহুদূর চলে গেছি – শক্তি চট্টোপাধ্যায় মনে মনে বহুদূর চলে গেছি – যেখান থেকে ফিরতে হলে আরো একবার জন্মাতে হয়জন্মেই হাঁটতে হয়হাঁটতে-হাঁটতে হাঁটতে-হাঁটতেএকসময় যেখান থেকে শুরু করেছিলাম সেখানে পৌঁছুতে পারিপথ তো একটা নয় –তবু, সবগুলোই ঘুরে ফিরে ঘুরে ফিরে শুরু আর শেষের কাছে বাঁধানদীর দু – প্রান্তের মূলএকপ্রান্তে জনপদ অন্যপ্রান্ত জনশূণ্যদুদিকেই কূল, দুদিকেই

মনে মনে বহুদূর চলে গেছি Read More »

মিত্রাক্ষর

মিত্রাক্ষর – মাইকেল মধুসূদন দত্ত বড়ই নিষ্ঠুর আমি ভাবি তারে মনে,লো ভাষা, পীড়িতে তোমা গড়িল যে আগেমিত্রাক্ষররূপ বেড়ি ! কত ব্যথা লাগেপর’ যবে এ নিগড় কোমল চরণে–স্মরিলে হৃদয় মোর জ্বলি উঠে রাগেছিল না কি ভাবধন, কহ, লো ললনে,মনের ভাণ্ডারে তার, যে মিথ্যা সোহাগেভুলাতে তোমারে দিল এ তুচ্ছ ভূষণে ?কি কাজ রঞ্জনে রাঙি কমলের দলে ?নিজরূপে

মিত্রাক্ষর Read More »

আত্মবিলাপ

আত্মবিলাপ -মাইকেল মধুসূদন দত্ত আশার ছলনে ভুলি কী ফল লভিনু,হায়,তাই ভাবী মনে?জীবন-প্রবাহ বহি কাল-সিন্ধু পানে যায়,ফিরাব কেমনে?দিন দিন আয়ুহীন হীনবল দিন দিন ,—তবু এ আশার নেশা ছুটিল না? এ কি দায়!রে প্রমত্ত মন মম! কবে পোহাইবে রাতি?জাগিবি রে কবে?জীবন-উদ্যানে তোর যৌবন-কুসুম-ভাতিকত দিন রবে?নীর বিন্ধু, দূর্বাদলে,নিত্য কিরে ঝলঝলে?কে না জানে অম্বুবিম্ব অম্বুমুখে সদ্যঃপাতি?নিশার স্বপন-সুখে সুখী যে

আত্মবিলাপ Read More »

কবি-মাতৃভাষা

কবি-মাতৃভাষা – মাইকেল মধুসূদন দত্ত নিজাগারে ছিল মোর অমূল্য রতনঅগণ্য; তা সবে আমি অবহেলা করি,অর্থলোভে দেশে দেশে করিনু ভ্রমণ,বন্দরে বন্দরে যথা বাণিজ্যের তরী।কাটাইনু কত কাল সুখ পরিহরি,এই ব্রতে, যথা তপোবনে তপোধন,অশন, শয়ন ত্যজে, ইষ্টদেবে স্মরি,তাঁহার সেবায় সদা সঁপি কায় মন।বঙ্গকূল-লক্ষ্মী মোরে নিশার স্বপনেকহিলা – “হে বৎস, দেখি তোমার ভকতি,সুপ্রসন্ন তব প্রতি দেবী সরস্বতী।নিজ গৃহে ধন

কবি-মাতৃভাষা Read More »

বঙ্গভূমির প্রতি

বঙ্গভূমির প্রতি – মাইকেল মধুসূদন দত্ত রেখো মা দাসেরে মনে, এ মিনতি করি পদেসাধিতে মনের সাধ,ঘটে যদি পরমাদ,মধুহীন করো না গো তব মনঃকোকনদে।প্রবাসে দৈবের বশে,জীব-তারা যদি খসেএ দেহ-আকাশ হতে, – খেদ নাহি তাহে।জন্মিলে মরিতে হবে,অমর কে কোথা কবে,চিরস্থির কবে নীর, হায় রে, জীবন-নদে?কিন্তু যদি রাখ মনে,নাহি, মা, ডরি শমনে;মক্ষিকাও গলে না গো, পড়িলে অমৃত-হ্রদে!সেই ধন্য

বঙ্গভূমির প্রতি Read More »

ইতালি

ইতালি – মাইকেল মধুসূদন দত্ত ইতালি, বিখ্যাত দেশ, কাব্যের কানন,বহুবিধ পিক যথা গায় মধুস্বরে,সঙ্গীত‐সুধার রস করি বরিষণ,বাসন্ত আমোদে আমোদ মন পূরি নিরন্তরে;—সে দেশে জনম পূর্বে করিলা গ্রহণফ্রাঞ্চিস্কো পেতরাকা কবি; বাক্‌‍দেবীর বরেবড়ই যশস্বী সাধু, কবি‐কুল‐ধন,রসনা অমৃতে সিক্ত, স্বর্ণ বীণা করে।কাব্যের খনিতে পেয়ে এই ক্ষুদ্র মণি,স্বমন্দিরে প্রদানিলা বাণীর চরণেকবীন্দ্র: প্রসন্নভাবে গ্রহিলা জননী(মনোনীত বর দিয়া) এ উপকরণে।ভারতে ভারতী‐পদ

ইতালি Read More »

Verified by MonsterInsights