অন্ধ বধূ
অন্ধ বধূ -যতীন্দ্রমোহন বাগচী পায়ের তলায় নরম ঠেকল কী!আস্তে একটু চলনা ঠাকুর-ঝি —ওমা, এ যে ঝরা-বকুল ! নয়?তাইত বলি, বদোরের পাশে,রাত্তিরে কাল — মধুমদির বাসেআকাশ-পাতাল — কতই মনে হয় ।জ্যৈষ্ঠ আসতে কদিন দেরি ভাই —আমের গায়ে বরণ দেখা যায় ?—অনেক দেরি? কেমন করে’ হবে !কোকিল-ডাকা শুনেছি সেই কবে,দখিন হাওয়া —বন্ধ কবে ভাই ;দীঘির ঘাটে নতুন […]