ম’রে যেতে সাধ হয়
ম’রে যেতে সাধ হয় – আনিসুল হক শাহানা, তুমি গোলাপী জামা প’রে জীবন্ত গোলাপের মতোক্যাম্পাসে এসো না, আমার খারাপ লাগে। সখী পরিবৃতা হয়ে মোগল-দুহিতার মতোকরিডোরে অমন ক’রে হেঁটো না, আমার খারাপ লাগে। শাহানা, তুমি চিবুক নাড়িয়েরাঙা মাড়িতেদুধ শাদা হাতেলালিম জিহ্বায়গিটারের তারের মতো বেজে উঠো না —দরদালান কেঁপে উঠে, ঢিল পড়ে বুকের পুকুরে,কাঁপে পানি থিরিথিরি, আমার খারাপ লাগে। শাহানা, […]