স্বাগতম!!!
ছেঁড়া পাতা ডট কম ওয়েবসাইটটিকে বাংলা কবিতা ও সাহিত্যের সমৃদ্ধ ওয়েব পোর্টাল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ছেঁড়া পাতা পরিবার কাজ করে যাচ্ছে । আমাদের বাংলা সাহিত্যের প্রসিদ্ধ ও গুণী কবি সাহিত্যিকদের সাথে সাথে এ প্রজন্মের প্রতিভাবান ও উদীয়মান কবি সাহিত্যিকদের উল্লেখযোগ্য সৃষ্টিগুলোকে একই প্ল্যাটফর্মে যুক্ত করে সাহিত্যানুরাগী বন্ধুদের মনের খোরাক মেটানোর ছোট্ট এই আসরে আপনাকে স্বাগতম। আমাদের এই আসরে নবীন প্রবীণ সকল সাহিত্যিকদের সৃষ্টির সাথে পরিচিত হওয়ার পাশাপাশি আপনার সাহিত্যকর্ম যুক্ত করতে পারবেন খুব সহজে। এভাবেই আপনাদের পদচারণায় ধীরে ধীরে সমৃদ্ধ হতে থাকবে আমাদের এই আয়োজন। আপনি যদি হয়ে থাকেন একজন কবিতাপ্রেমী, সাহিত্যানুরাগী অথবা বাংলা ভাষার কাছাকাছি কোনো হৃদয়, তবে এই আয়োজন আপনার জন্যই। ধন্যবাদ।