Leave a Comment / কবিতা, সুফিয়া কামাল / By জন্মেছি এই দেশে -সুফিয়া কামাল অনেক কথার গুঞ্জন শুনিঅনেক গানের সুরসবচেয়ে ভাল লাগে যে আমার‘মাগো’ ডাক সুমধুর। আমার দেশের মাঠের মাটিতেকৃষাণ দুপুরবেলাক্লান্তি নাশিতে কন্ঠে যে তারসুর লয়ে করে খেলা। মুক্ত আকাশে মুক্ত মনেরসেই গান চলে ভেসেজন্মেছি মাগো তোমার কোলেতেমরি যেন এই দেশে। এই বাংলার আকাশ-বাতাসএই বাংলার ভাসাএই বাংলার নদী, গিরি-বনেবাঁচিয়া মরিতে আশা। শত সন্তান সাধ করে এরধূলি মাখি সারা গায়বড় গৌরবে মাথা উচু করিমানুষ হইতে চায়। Share this: আরো পড়ুনঃ