Leave a Comment / কবিতা, হেলাল হাফিজ / By হিরণবালা -হেলাল হাফিজ হিরণবালা তোমার কাছে দারুন ঋণী সারা জীবনযেমন ঋণী আব্বা এবং মায়ের কাছে।ফুলের কাছে মৌমাছিরাবায়ুর কাছে নদীর বুকে জলের খেলা যেমন ঋণীখোদার কসম হিরণবালাতোমার কাছে আমিও ঠিক তেমনি ঋণী।তোমার বুকে বুক রেখেছি বলেই আমি পবিত্র আজতোমার জলে স্নান করেছি বলেই আমি বিশুদ্ধ আজযৌবনে এই তৃষ্ণা কাতর লকলকে জিভএক নিশীথে কুসুম গরম তোমার মুখেকিছু সময় ছিলো বলেই সভ্য হলোমোহান্ধ মন এবং জীবন মুক্তি পেলো।আঙুল দিয়ে তোমার আঙুল ছুঁয়েছিলাম বলেই আমারআঙুলে আজ সুর এসেছে,নারী-খেলার অভিজ্ঞতার প্রথম এবং পবিত্র ঋণতোমাকে নিয়ে কবিতা লিখে সত্যি কি আর শোধ হয়েছে? Share this: আরো পড়ুনঃ