নিরাশ্রয় পাচঁটি আঙুল

নিরাশ্রয় পাচঁটি আঙুল তুমি নির্দ্বিধায়

অলংকার করে নাও, এ আঙুল ছলনা জানে না।

একবার তোমার নোলক, দুল, হাতে চুড়ি

কটিদেশে বিছা করে অলংকৃত হতে দিলে

বুঝবে হেলেন, এ আঙুল সহজে বাজে না।


একদিন একটি বেহালা নিজেকে বাজাবে বলে

আমার আঙুলে এসে দেখেছিলো

তার বিষাদের চেয়ে বিশাল বিস্তৃতি,

আমি তাকে চলে যেতে বলিনি তবুও

ফিরে গিয়েছিলো সেই বেহালা সলাজে।


অসহায় একটি অঙ্গুরী

কনিষ্ঠা আঙুলে এসেই বলেছিলো ঘর,

অবশেষে সেও গেছে সভয়ে সলাজে।


ওরা যাক, ওরা তো যাবেই

ওদের আর দুঃখ কতোটুকু? ওরা কি মানুষ?


২.৪.৭০

Leave a Reply

Verified by MonsterInsights