ছেঁড়া পাতা

কবিতার পাতায় হৃদয়ের শব্দ

দুঃসময়ে আমার যৌবন

মানব জন্মের নামে হবে কলঙ্ক হবে

এরকম দুঃসময়ে আমি যদি মিছিলে না যাই,

উত্তর পুরুষে ভীরু কাপুরুষের উপমা হবো

আমার যৌবন দিয়ে এমন দুর্দিনে আজ

শুধু যদি নারীকে সাজাই।

১৪.২.৭১

Leave a Reply

Verified by MonsterInsights