পাথরে মোড়ানো হৃদয় নগর জন্মে না কিছু অন্ন— এখানে তোমরা আসবে কিসের জন্য? বেচাকেনা আর লাভের খাতায় এখানে জমানো রক্তপণ্য— যারা দান দেয় তারা মুনাফায় সাধুতার সুদ কষে তবে হয় দাতা, নয়তো তারাও রাষ্ট্রচাকায় পিষ্ট, দরদী নাগর: তাদের দেওয়ার ফলাবে না ধান শান-বাঁধা কলকাতা। আসো যদি তবে শাবল হাতুড়ি আনো ভাঙার যন্ত্র, নতুন চাষের মন্ত্র। গ্রামে যাও, গ্রামে যাও, এক লাখ হয়ে মাঠে নদী ধারে অন্ন বাঁচাও, পরে সারে সারে চাবে না অন্ন, আনবে অন্ন ভেঙে এ-দৈত্যপুরী, তোমরা অন্নদাতা। জয় করো এই শান-বাঁধা কলকাতা।