Leave a Comment / কবিতা, হুমায়ুন আজাদ / By অন্নপূর্ণার ঝাঁপি -মাইকেল মধুসূদন দত্ত মোহিনী-রূপসী-বেশে ঝাঁপি কাঁখে করিপশিছেন, ভবানন্দ, দেখ তব ঘরেঅন্নদা! বহিছে শূন্যে সঙ্গীত-লহরী,অদৃশ্যে অপ্সরাচয় নাচিছে অম্বরে।–দেবীর প্রসাদে তোমা রাজপদে বরি,রাজাসন, রাজছত্র, দিবেন সত্বরেরাজলক্ষ্মী; ধন-স্রোতে তব ভাগ্যতরিভাসিবে অনেক দিন, জননীর বরে।কিন্তু চিরস্থায়ী অর্থ নহে এ সংসারে;চঞ্চলা ধনদা রমা, ধনও চঞ্চল;তবু কি সংশয় তব, জিজ্ঞাসি তোমারে?তব বংশ-যশঃ-ঝাঁপি–অন্নদামঙ্গল–যতনে রাখিবে বঙ্গে মনের ভাণ্ডারে,রাখে যথা সুধামৃতে চন্দ্রের মণ্ডলে। Share this: আরো পড়ুনঃ