Leave a Comment / কবিতা, রফিক আজাদ / By যদি ভালবাসা পাই -রফিক আজাদ যদি ভালবাসা পাই আবার শুধরে নেবজীবনের ভুলগুলিযদি ভালবাসা পাই ব্যাপক দীর্ঘপথেতুলে নেব ঝোলাঝুলিযদি ভালবাসা পাই শীতের রাতের শেষেমখমল দিন পাবযদি ভালবাসা পাই পাহাড় ডিঙ্গাবোআর সমুদ্র সাঁতরাবোযদি ভালবাসা পাই আমার আকাশ হবেদ্রুত শরতের নীলযদি ভালবাসা পাই জীবনে আমিও পাবমধ্য অন্তমিল। Share this: আরো পড়ুনঃ