Leave a Comment / কবিতা, হুমায়ুন আজাদ / By আত্মহত্যার অস্ত্রাবলি -হুমায়ুন আজাদ রয়েছে ধারালো ছোরা স্লিপিং টেবলেটকালো রিভলবারমধ্যরাতে ছাদভোরবেলাকার রেলগাড়িসারিসারি বৈদ্যুতিক তার। স্লিপিং টেবলেট খেয়ে অনায়াসে ম’রে যেতে পারিবক্ষে ঢোকানো যায় ঝকঝকে উজ্জ্বল তরবারিকপাল লক্ষ্য ক’রে টানা যায় অব্যর্থ ট্রিগারছুঁয়ে ফেলা যায় প্রাণবাণ বৈদ্যুতিক তারছাদ থেকে লাফ দেয়া যায়ধরা যায় ভোরবেলাকার রেলগাড়িঅজস্র অস্ত্র আছেযে-কোনো একটি দিয়ে আত্মহত্যা ক’রে যেতে পারি এবং রয়েছো তুমিসবচেয়ে বিষাক্ত অস্ত্র প্রিয়তমা মৃত্যুর ভগিনীতোমাকে ছুঁলেদেখলে এমনকি তোমার নাম শুনলেআমার ভেতরে লক্ষ লক্ষ আমি আত্মহত্যা করি। Share this: আরো পড়ুনঃ