Leave a Comment / কবিতা, হুমায়ুন আজাদ / By তোমার ক্ষমতা -হুমায়ুন আজাদ তুমি ভাঙতে পারো বুক শুষে নিতে পারো সব রক্ত ও লবণবিষাক্ত করতে পারো ঘুম স্বপ্নময় ঘুমের জগততছনছ ক’রে দিতে পারো তুমি বন উপবনউল্টেপাল্টে দিতে পারো সব সিঁড়ি লিফট্ রাজপথ মিশিয়ে দিতেও পারো সঙ্গীতের সুরেসুরে বিষআমাকে প্রগাঢ় কোনো আত্নহত্যায় উৎসাহিত ক’রে দিতে পারোম’রে যাবে ধানক্ষেত ঝ’রে যাবে পাখিদের শিসতোমার ক্ষমতা আছে পারো তুমি আরো আমাকে মাতাল ক’রে ছেড়ে দিতে পারো তুমি গলির ভেতরেসমস্ত সড়কে তুমি জ্বালতে পারো লাল সিগনালবিদ্যুৎপ্রবাহ বন্ধ ক’রে দিতে পারো জীবনের সবগুলো ঘরেএর বেশি আর তুমি কি পারো তমাল? Share this: আরো পড়ুনঃ