Leave a Comment / কবিতা, সুকুমার রায় / By আনন্দ -সুকুমার রায় যে আনন্দ ফুলের বাসে,যে আনন্দ পাখির গানে,যে আনন্দ অরুণ আলোয়,যে আনন্দ শিশুর প্রাণে,যে আনন্দ বাতাস বহে,যে আনন্দ সাগরজলে,যে আনন্দ ধুলির কণায়,যে আনন্দ তৃণের দলে,যে আনন্দ আকাশ ভরা,যে আনন্দ তারায় তারায়,যে আনন্দ সকল সুখে,যে আনন্দ রক্তধারায়সে আনন্দ মধুর হয়েতোমার প্রাণে পড়ুক ঝরি,সে আনন্দ আলোর মতথাকুক তব জীবন ভরি। Share this: আরো পড়ুনঃ