Leave a Comment / কবিতা, কাজী নজরুল ইসলাম / By অ-কেজোর গান - কাজী নজরুল ইসলাম ঐ ঘাসের ফুলে মটরশুটির ক্ষেতে আমার এ-মন-মৌমাছি ভাই উঠেছে আজ মেতে।। এই রোদ-সোহাগী পউষ-প্রাতে অথির প্রজাপতির সাথে বেড়াই কুঁড়ির পাতে পাতে পুষ্পল মৌ খেতে।আমি আমন ধানের বিদায়-কাঁদন শুনি মাঠে রেতে।। আজ কাশ-বনে কে শ্বাস ফেলে যায় মরা নদীর কূলে,ও তার হলদে আঁচল চ’লতে জড়ায় অড়হরের ফুলে!ঐ বাবলা ফুলের নাকছবি তার, গা’য় শাড়ি নীল অপরাজিতার, চ’লেছি সেই অজানিতার উদাস পরশ পেতে।। আমায় ডেকেছে সে চোখ-ইশারায় পথে যেতে যেতে।। ঐ ঘাসের ফুলে মটরশুটির ক্ষেতে আমার এ-মন-মৌমাছি ভাই উঠেছে তাই মেতে।। Share this: আরো পড়ুনঃ