Leave a Comment / আবিদ আনোয়ার, কবিতা / By অভিযাত্রীর খেরোখাতা -আবিদ আনোয়ার দেখে নিয়ো এই মাতাল তরণিহারাবে না কোনো অপকুয়াশার ঘোরে:অবচেতনের গহীনেও দেখি প্রোজ্জ্বল বাতিঘর!ঘূর্ণির মহাসমুদ্রে ঘুরে-ঘুরেঅবশেষে ঠিকই পেয়ে যাবে বন্দর।বাঁধা বৃত্তের পরিধি পেরোয় কেন্দ্রাপসারী ঘোড়াঅসম্ভবের দড়ি ছেঁড়ে তবু সরল রেখায় ছোটে,এলোমেলো কিছু ডিগবাজি আর দুলকির নামও চাল;আপাত বেতাল ভাঁড়ের তামাশা অর্থের পায়ে লোটে।কালোয়াত, তুমি কতদূর যাবে কেন্দ্র তোমাকে টানে!বৃত্তাবদ্ধ জীবনের কিছু হলো কি সম্প্রসার?প্রবীণ ব্যাঙমা ছানি-পড়া চোখে বিস্ময়ে চেয়ে দেখে:নবীন পাখিরা চিরায়ত খড়ে গড়ে আজও সংসার। Share this: আরো পড়ুনঃ