Leave a Comment / আবিদ আনোয়ার, কবিতা / By ফল্গুধারা নীরবে বয় -আবিদ আনোয়ার স্রোতে তোমার জন্ম, তুমি স্রোতেই হবে লীন;ফল্গুধারা নীরবে বয় সাড়াশব্দহীন।হাট বসালে ক্রেতাও জোটে, খৈ ছিটালে পাখি;নির্মাতাই জানে কেবল পণ্যে কত ফাঁকি!কালের ডামাডোলের ফাঁকে চক্ষে দিয়ে ধুলোভাবছো তুমি গানের সাথে বিকাবে শোরগোলও?প্রাত্যহিকে রঙ মাখিয়ে শাশ্বতকে জয়করাও যাবে–জানতে হবে রঙের পরিচয়।কোথায় তুমি জানলা খোলো আদপে নাই ঘর;যুগ চেনো না কী করে তবে আনো যুগান্তর?স্রোতে তোমার জন্ম, তুমি স্রোতেই হবে লীন;ফল্গুধারা নীরবে বয় সাড়াশব্দহীন। Share this: আরো পড়ুনঃ