Leave a Comment / কবিতা, বিষ্ণু দে / By তুমিই মালিনী -বিষ্ণু দে তুমিই মালিনী, তুমিই তো ফুল জানি ।ফুল দিয়ে যাও হৃদয়ের দ্বারে, মালিনী,বাতাসে গন্ধ, উৎস কি ফুলদানি,নাকি সে তোমার হৃদয়সুরভি হাওয়া ?দেহের অতীতে স্মৃতির ধূপ তো জ্বালি নিকালের বাগানে থামে নি কো আসা যাওয়াত্রিকাল বেঁধেছ গুচ্ছে তোমার চুলে,একটি প্রহর ফুলহার দাও খুলে,কালের মালিনী ! তোমাকেই ফুল জানি,তোমারই শরীরে কালোত্তীর্ণ বাণী,তোমাকেই রাখী বেঁধে দিই করমূলেঅতীত থাকুক আগামীর সন্ধানী –তাই দেখে ঐ কাল হাসে দুলে দুলে Share this: আরো পড়ুনঃ