Leave a Comment / অরুণ মিত্র, কবিতা / By টিটিপাখি -অরুণ মিত্র টিটিপাখি ডানা মেলেছে এই বুঝি উধাও হল দিগন্তে হয়তো দিগন্তেরও পারে। তুমি উড়োনা টিটি, এইখানে বসে তুমি গান গাও আর গান যদি না আসে তবে কাঁদো আমাদের এই হাসিকান্নার সংসারে, সেই তো আমাদের বাঁচা সত্যিকারের বাঁচা। তুমি উড়ে পালিও না টিটি। Share this: আরো পড়ুনঃ