ছেঁড়া পাতা

কবিতার পাতায় হৃদয়ের শব্দ

মুক্তি

হিংস্র পশুর মতো অন্ধকার এল-
তখন পশ্চিমের জ্বলন্ত আকাশ রক্তকরবীর মতো লাল:
সে অন্ধকার মাটিতে আনল কেতকীর গন্ধ,
রাত্রের অলস স্বপ্ন
এঁকে দিল কারো চোখে,
সে অন্ধকার জ্বেলে দিল কামনার কম্পিত শিখা
কুমারীর কমনীয় দেহে।

কেতকীর গন্ধে দুরন্ত,
এই অন্ধকার আমাকে কি ক’রে ছোঁবে ?
পাহাড়ের ধূসর স্তব্ধতায় শান্ত আমি,
আমার অন্ধকারে আমি
নির্জন দ্বীপের মতো সুদূর, নিঃসঙ্গ।

Leave a Reply

Verified by MonsterInsights