Leave a Comment / কবিতা, মতিউর রহমান মল্লিক / By এই সময় -মতিউর রহমান মল্লিক এই সময় আকাশ খুব বেশি সংক্ষিপ্ত দেয়াল টপকাতে গেলেই বিঘ্নিত দৃষ্টিরা অন্তরমুখী গারদের দিকে অন্তত পাখি দেখলেতো ঐ রকমই। অথচ কথোপকথন ভালোবাসে সে সব বৃক্ষ দিনানুদিন অপেক্ষমাণ সমস্ত নীল প্রজাপতির জন্যে কেবল সেই সব ছায়ায় গেলেই প্রসারিত ও প্রশস্ত খামার এবং ফসলিত সমতল। দুঃখ এবং যন্ত্রণা উপদেষ্টা হয়ে গেলে যে রকম ভেসে আসে- নিসর্গের নিমজ্জন থাকলে পাখা খোলার আগ্রহ জন্মে বিস্তার ও বিন্যাসের জন্যে জলাশয়কে নদীর দিকে নিয়ে যাও। এখন আমার নির্ণিত জলাশয় এবং নিমগ্নতা সীমান্ত ছিঁড়েছে আর অন্তরীণতা থেকে উপলব্ধি- এই জলস্রোত ঢেউ ঢেউ বেজে যেতে লাগলো তুমুল প্রপাত যার উপমা। Share this: আরো পড়ুনঃ