Leave a Comment / কবিতা, বিষ্ণু দে / By বাংলাই আমাদের -বিষ্ণু দে আমরা বাংলার লোক,বাংলাই আমাদের, এদের ওদের সবার জীবন ।আমাদের রক্তে ছন্দ এই নদি মাঠ ঘাটএই আমজাম বন,এই স্বচ্ছ রৌদ্রজলে অন্তরঙ্গ ঘরোয়া ভাষারহাস্যস্নাত অশ্রুদীপ্ত পেশল বিস্তার।চোখে কানে ঘ্রাণে প্রাণে দেহমনে কথায় স্নায়ুতেগঙ্গার পদ্মার হাসি একাকার, সমগ্র সত্তারঅজেয় আয়ুতে নিত্য মৃত্যুত্তীর্ণ দুঃখে হর্ষেছন্দে বর্ণে বেঁধে দেবে কোমল কঠিন স্পর্শে ।যতই বর্বর হও শক্তিলোভে কূটবুদ্ধিআজ শতাধিক রাবিন্দ্রিক পুণ্য বর্ষেতুমি পাবে কোথায় নিস্তার ? Share this: আরো পড়ুনঃ