Leave a Comment / আবুল হাসান, কবিতা / By হরিণ -আবুল হাসান তুমি পর্বতের পাশের ব’সে আছোঃতোমাকে পর্বত থেকে আরো যেনো উঁচু মনে হয়,তুমি মেঘে উড়ে যাও, তোমাকে উড়িয়েদ্রুত বাতাস বইতে থাকে লোকালয়ে,তুমি স্তনের কাছে কোমল হরিণ পোষো,সে-হরিণ একটি হৃদয়। Share this: আরো পড়ুনঃ