Leave a Comment / কবিতা, মুহম্মদ জাফর ইকবাল / By বেআইনি কাজ -মুহম্মদ জাফর ইকবাল গতরাতে পুলিশ এসে ধরে নিয়ে গেছে মতিকেধরতে তো পারেই,খবর পেয়ে গেছো কোনো এক গতিকে। একটা বেআইনি কাজ করেছে মতি,করেছে সে গোপনেকেন যে করতে গেল!কে জানে কী ছিল তার মনে।কাজটা যে বেআইনি সেটা তো গোপন কিছু নয়মতি কেন করতে গেল,বুকে তার নাই এতোটুকু ভয়?না জানি কার পাল্লায় পড়েছিল আমাদের বোকা সোকা মতিএখন তাকে কে বাঁচাবে?কে বলবে,কী হবে তার গতি? মতির এই সর্বনাশ খবর শুনে সবার মাথায় বাজজানত না সে,শূন্য দিয়ে ভাগ দেওয়া বেআইনি কাজ? Share this: আরো পড়ুনঃ