Leave a Comment / কবিতা, মলয় রায় চৌধুরী / By আলো - মলয় রায়চৌধুরী আবলুশ অন্ধকারে তলপেটে লাথি খেয়ে ছিটকে পড়িপিছমোড়া করে বাঁধা হাতকড়া স্যাঁসেঁতে ধুলো-পড়া মেঝেআচমকা কড়া আলো জ্বলে উঠে চোখ ধাঁধায়তক্ষুনি নিভে গেলে মুখে বুট জুতো পড়ে দু-তিনবারকষ বেয়ে রক্ত গড়াতে থাকে টের পাইআবার তীব্র আলো মুহূর্তে জ্বলে উঠে নিভে যায়গরম লোহার রড খালি পিঠে মাংস ছেঁচে তোলেআমাকে ল্ষ করে চারিদিক থেকে আলো ঝলসে ওঠে ফেরআপনা থেকেই চোখ কুঁচকে যায় দেখতে পাই না কাউকেএকসঙ্গে সব আলো আরেকবার নিভে গেলেপরবর্তী আক্রমণ সহ্য করার জন্যে নিজেকে তৈরি করে নিই। Share this: আরো পড়ুনঃ