Leave a Comment / কবিতা, শঙ্খ ঘোষ / By শবসাধনা - শঙ্খ ঘোষ বুঝি তোমার চাউনি বুঝিথাকবে না আর গলিঘুঁজিথাকবে না আর ছাউনি আমার কোথাওও প্রমোটার ও প্রমোটারতোমার হাতে সব ক্ষমতারদিচ্ছি চাবি, ওঠাও আমায় ওঠাও | তুমিই চিরনমস্য, তাইতোমার পায়ে রত্ন জোটাইতোমার পায়েই বিলিয়ে দিই শরীর—যাঁর যা খুশি বলুন তিনিকরবে তুমি কল্লোলিনীভরসা কেবল কলসি এবং দড়ির | আমার বলে রইলো শুধুবুকের ভেতর মস্ত ধু ধুদিয়েছি সব যেটুকু ছিল দেবারঘর ছেড়ে আজ বাইরে আসিআমরা কজন অন্তেবাসীশবসাধনার রাত কাটাব এবার | Share this: আরো পড়ুনঃ