Leave a Comment / কবিতা, শঙ্খ ঘোষ / By মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে - শঙ্খ ঘোষ একলা হয়ে দাঁড়িয়ে আছিতোমার জন্য গলির কোণেভাবি আমার মুখ দেখাবমুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। একটা দুটো সহজ কথাবলব ভাবি চোখের আড়েজৌলুশে তা ঝলসে ওঠেবিজ্ঞাপনে, রংবাহারে। কে কাকে ঠিক কেমন দেখেবুঝতে পারা শক্ত খুবইহা রে আমার বাড়িয়ে বলাহা রে আমার জন্মভূমি! বিকিয়ে গেছে চোখের চাওয়াতোমার সঙ্গে ওতপ্রোতনিওন আলোয় পণ্য হলোযা-কিছু আজ ব্যক্তিগত। মুখের কথা একলা হয়েরইল পড়ে গলির কোণেক্লান্ত আমার মুখোশ শুধুঝুলতে থাকে বিজ্ঞাপনে। Share this: আরো পড়ুনঃ