Leave a Comment / কবিতা, সুকান্ত ভট্টাচার্য / By অসহ্য দিন - সুকান্ত ভট্টাচার্য অসহ্য দিন! স্নায়ু উদ্বেল। শ্লথ পায়ে ঘুরি ইতস্ততঅনেক দুঃখে রক্ত আমার অসংযত।মাঝে মাঝে যেন জ্বালা করে এক বিরাট ক্ষতহৃদয়গত।ব্যর্থতা বুকে, অক্ষম দেহ, বহু অভিযোগ আমার ঘাড়েদিন রাত শুধু চেতনা আমাকে নির্দয় হাতে চাবুক মারে।এখানে ওখানে, পথে চলতেও বিপদকে দেখি সমুদ্যত,মনে হয় যেন জীবনধারণ বুঝি খানিকটা অসঙ্গত।। Share this: আরো পড়ুনঃ