Leave a Comment / কবিতা, শক্তি চট্টোপাধ্যায় / By মনে মনে বহুদূর চলে গেছি - শক্তি চট্টোপাধ্যায় মনে মনে বহুদূর চলে গেছি – যেখান থেকে ফিরতে হলে আরো একবার জন্মাতে হয়জন্মেই হাঁটতে হয়হাঁটতে-হাঁটতে হাঁটতে-হাঁটতেএকসময় যেখান থেকে শুরু করেছিলাম সেখানে পৌঁছুতে পারিপথ তো একটা নয় –তবু, সবগুলোই ঘুরে ফিরে ঘুরে ফিরে শুরু আর শেষের কাছে বাঁধানদীর দু – প্রান্তের মূলএকপ্রান্তে জনপদ অন্যপ্রান্ত জনশূণ্যদুদিকেই কূল, দুদিকেই এপার-ওপার, আসা-যাওয়া, টানাপোরেন –দুটো জন্মই লাগেমনে মনে দুটো জন্মই লাগে Share this: আরো পড়ুনঃ