Leave a Comment / কবিতা, শামসুর রাহমান / By ট্রেন -শামসুর রাহমান ঝক ঝক ঝক ট্রেন চলেছেরাত দুপুরে অই।ট্রেন চলেছে, ট্রেন চলেছেট্রেনের বাড়ি কই ?একটু জিরোয়, ফের ছুটে যায়মাঠ পেরুলেই বন।পুলের ওপর বাজনা বাজেঝন ঝনাঝন ঝন। দেশ-বিদেশে বেড়ায় ঘুরেনেইকো ঘোরার শেষ।ইচ্ছে হলেই বাজায় বাঁশি,দিন কেটে যায় বেশ।থামবে হঠাৎ মজার গাড়িএকটু কেশে খক।আমায় নিয়ে ছুটবে আবারঝক ঝকাঝক ঝক।. Share this: আরো পড়ুনঃ