Leave a Comment / কবিতা, জীবনানন্দ দাশ / By ধান কাটা হয়ে গেছে -জীবনানন্দ দাশ ধান কাটা হয়ে গেছে কবে যেন — ক্ষেত মাঠে পড়ে আছে খড়পাতা কুটো ভাঙা ডিম — সাপের খোলস নীড় শীত।এই সব উৎরায়ে ওইখানে মাঠের ভিতরঘুমাতেছে কয়েকটি পরিচিত লোক আজ — কেমন নিবিড়। ওইখানে একজন শুয়ে আছে — দিনরাত দেখা হত কত কত দিনহৃদয়ের খেলা নিয়ে তার কাছে করেছি যে কত অপরাধ;শান্তি তবু: গভীর সবুজ ঘাস ঘাসের ফড়িংআজ ঢেকে আছে তার চিন্তা আর জিজ্ঞাসার অন্ধকার স্বাদ। Share this: আরো পড়ুনঃ