Leave a Comment / কবিতা, সুনীল গঙ্গোপাধ্যায় / By ভালোবাসা -সুনীল গঙ্গোপাধ্যায় ভালোবাসা নয় স্তনের ওপরে দাঁত?ভালোবাসা শুধু শ্রাবণের হা-হুতাশ?ভালোবাসা বুঝি হৃদয় সমীপে আঁচ?ভালোবাসা মানে রক্ত চেটেছে বাঘ! ভালোবাসা ছিল ঝর্ণার পাশে একাসেতু নেই আকাশে পারাপারভালাবাসা ছিল সোনালি ফসলে হওয়াভালোবাসা ছিল ট্রেন লাইনের রোদ। শরীর ফুরোয় ঘামে ভেসে যায় বুকঅপর বহুতে মাথা রেখে আসে ঘুমঘুমের ভিতরে বারবার বলি আমিভালোবাসাকেই ভালবাসা দিয়ে যাবো। Share this: আরো পড়ুনঃ